আশাশুনিতে বিশ্ব মা দিবস পালিত
বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: জন্মদাত্রী মা, যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সন্তানের, সেই মায়ের স্মরণে বিশ্ব মা দিবস উপলক্ষে আশাশুনিতে মা দিবস পালিত হয়েছে।
রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা আকতার ফারুক বিল্লাহ, পিআইও মোঃ সোহাগ খান, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, তথ্য আপা শাহরিন (নিপা), মৌমাছি এনজিও সমন্বয়কারী সুশান্ত মল্লিক, গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা কামরুন্নাহার কোচি, প্রশিক্ষণার্থী এভা তরফদারসহ প্রমুখ।