কবিতা।। কথা ছিল ।। শেলী সরকার
এ নির্জন নদীতটে একা ফেলে
কোথায় গেলে তুমি?
কথা ছিলো নদীর জলে পা ডুবিয়ে
বাদাম খেতে খেতে গল্প করবো।
ঘাটে বাঁধা চিলতে নৌকোখানির মত
ভেসে যাবো কোনো আনন্দ সাগরে।
গাঙচিলেরা উড়ে যাবে
ধূসর নিলীমালয়ে।
আর সোনালী সূর্যটা!
লালটিপের মতো টুপ করে
খসে পড়বে দিগন্তের কোলে।
ওইপাশের অর্ধমৃত
কাষ্ঠল অশ্বথ ডালের
কাঠবেড়াল দু’টো!
আমাদের দেখে ভাবুক হবে,
চোখে চোখে বলবে
আমাদের না বলা কথাগুলো!
দ্যাখো, তোমার জন্য আমি
লালরঙা চেলি, হাতে মেহেদি,
কপালে টিপও পড়েছি।
আলতারাঙা পায় নুপূর পড়ে সেজেছি।
আর এলোচুলে ফুল পরবো বলে
চুলটাও আলগা রেখেছি।
জানি, একদিন আসবে তুমি।
তোমাকে যে আসতেই হবে!
যেতে যেতে অস্তরবি,
কানে কানে যে তাই বলে গেল।