কালিগঞ্জে বিশ্ব মা দিবস পালিত
মাসুদ পারভেজ: পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মধুর শব্দটি হচ্ছে ‘মা’। যার কল্যাণে মানুষ পৃথিবীতে আলোর মুখ দেখতে পায়। সেই মমতাময়ী মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় ‘বিশ্ব মা দিবস’।
তারই ধারাবাহিকতায় কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোববার বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
বিকাল ৩টায় উপজেলা ল্যাবরেটরি স্কুলের অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সাংবাদিক সমিতি উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের তথ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহমাদুল্লাহ বাচ্চু, লেডিস ক্লাবের সভাপতি ইলা দেবী মল্লিক, কনিকা সরকার, মহিলা মিশন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার জয়দেব দত্ত, সাংবাদিক শেখ আল নূর- আহম্মেদ ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।