কালিগঞ্জে ১১৪ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী খোকা গ্রেফতার
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে অভিযান চালিয়ে ১১৪ বোতল ফেনসিডিলসহ ফয়সাল হোসেন ওরফে খোকা (২৩) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।
বুধবার দুপুরে উপজেলার কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফয়সাল হোসেন ওরফে খোকা কাঠুনিয়ার কাওছার আলী কারিকরের ছেলে।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশীদ জানান, কালীগঞ্জ থানাধীন কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজ এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধভাবে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়সাল হোসেন ওরফে খোকাকে ১১৪ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।