দেবহাটায় ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে অভিযান: ২ ব্যবসায়ীকে জরিমানা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের সাড়াশি অভিযান পরিচালিত হয়েছে। এসময় মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানার পাশাপাশি প্রায় সাড়ে ৩ হাজার বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত দামে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রির ব্যবস্থা করে দেওয়া হয়।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন।
।
এসময় গাজির হাট বাজারের আফছার স্টোরে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা ও কুলিয়া বাজারের জলিল স্টোরের গ্যাস বিক্রির লাইসেন্স না থাকায় ১ হাজার টাকাসহ সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে সখিপুর বাজারের রায় স্টোরের ভেজাল বিড়ি জব্দ করে বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।