ধুলিহরে আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও হাইজিন কিটস বিতরণ
মেহেদী হাসান শিমুল: দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জনগণের জন্য বর্ধিত সহায়তা কর্মসূচির আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও হাইজিন কিটস বিতরণ করা হয়েছে।
বুধবার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, সহায় এবং ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে এই অর্থ ও হাইজিন কিটস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নেতা গণেশ চন্দ্র মন্ডল, ইউ পি সদস্য আনিছুর রহমান, বিপ্লব মন্ডল প্রমূখ।