পাটকেলঘাটার কুমিরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় জুয়েল হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরার বড় পুকুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ও তৈলকূপি গ্রামের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মফিজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, পাটকেলঘাটা থেকে দুটি মোটরসাইকেলযোগে জুয়েলসহ পাঁচজন কেশবপুরের মাইকেল সড়ক দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে কুমিরার বড় পুকুর নামক স্থানে পৌঁছানো মাত্র কেশবপুর থেকে ছেড়ে আসা পাটকেলঘাটাগামী একটি ট্রাকের (ঝিনাইদহ ট-১১১৯০৪) মুখোমুখি সংঘর্ষে জুয়েল হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আরও চারজন আহত হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাপাতালে ভর্তি করা হয়েছে।