শ্যামনগরের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক গুনিনন্দ্র নাথের দেহবসান
সুলতান শাহজান: শ্যামনগর উপজেলার সর্বজন শ্রদ্ধেয় প্রাক্তন প্রধান শিক্ষক গুনিনন্দ্র নাথ গায়েনের দেহবসান ঘটেছে।
বার্ধক্যজনিত কারণে ৯০ বছর বয়সী সাবেক এই শিক্ষক বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
তিনি ছিলেন শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের মৃত মেঘনাথ গায়েনের ছেলে।
মৃত্যুকালে ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যাওয়া প্রবীণ এই শিক্ষকের সৎকার বৃহস্পতিবার নিজ এলাকায় অনুষ্ঠিত হয়।
এতদাঞ্চলের প্রাচীন বিদ্যাপীঠ ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা গুনিনন্দ্র নাথ গায়েনের মৃত্যুতে শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, ডা. আনছার আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমনসহ তার
অগণিত ছাত্র-ছাত্রী শোক প্রকাশ করেছে।
প্রখ্যাত এ শিক্ষকের সান্নিধ্য পাওয়া অসংখ্য প্রতিষ্ঠিত মানুষ তাদের অর্জনের নেপথ্য কারিগর হিসেবে গনিনন্দ্র নাথ গায়েনের ভূমিকা ছিল বলে জানান।