সাতক্ষীরায় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের বিশেষ সভা
ডেস্ক রিপোর্ট: ‘মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার’ স্লোগানে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মে) বিকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনার চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও বিভাগীয় উপ-সহকারী তত্ত্বাবধায়ক মো. ইমরান হোসাইন’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গাজী আলীম আল-রাজী।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মো. আফজাল হোসেন শাওন, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শিমুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক রতন রায়, প্রচার সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, স্বাস্থ্য সম্পাদক রবিউল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদ রানা রাজু, নির্বাহী সদস্য রাহাত রাজা, মেরিন ইঞ্জিনিয়র আশিকুজ্জামান, মো. ইয়ারুল ইসলাম, আলী হোসেন প্রমুখ।
সভায় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।