দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসমাতুল্লাহ গাজী আসমান, পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল প্রমুখ।
সভায় শ্রেণীকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধকরণসহ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি উপজেলাব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নানামুখী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
অপরদিকে, উপজেলার পলগাদা এলাকায় প্রতিনিয়ত রাতের আধারে মৎস্যঘের লুটের ঘটনা উদ্বেগজনকহারে বেড়ে যাওয়ায় সেখানকার অপরাধীদের দমনের ব্যাপারেও গুরুত্বরোপ করা হয়।
এছাড়া সভায় জানানো হয়, সারাদেশে ৫ লাখ ৩৫ হাজার নতুন প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতায় আওতায় আনা হবে। এ লক্ষে আগামী ১ আগস্ট থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। চলতি মাসে জাতীয় মৎস্য সপ্তাহ ও আগামী ৮ আগস্ট বঙ্গমাতা ফজিলাতুননেছার জনবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় দুর্নীতি প্রতিরোধে উপজেলার বিভিন্ন প্রকল্পের চলমান কাজ শতভাগ নিশ্চিতে উপজেলা প্রশাসনকে আরও কঠোর হতে হবে বলে সভায় উল্লেখ করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান।