শুক্রবার , ২১ জুলাই ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শত বছরের মধ্যে জুলাই হতে পারে সবচেয়ে উষ্ণতম মাস

প্রতিবেদক
admin
জুলাই ২১, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস হতে পারে চলতি জুলাই। এটি শত শত বছরের রেকর্ড ভাঙতে পারে।

নাসার শীর্ষ জলবায়ুবিদ গ্যাভিন শ্মিট বৃহস্পতিবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছেন।

গ্যাভিন শ্মিট বলেন, আমরা সারা বিশ্বে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা ইউরোপে এবং চীনে, মার্কিন যুক্তরাষ্ট্রের তাপমাত্রার যে তরঙ্গ দেখছি তা রেকর্ড ভেঙে ফেলছে।

নাসার শীর্ষ জলবায়ুবিদ বলেন, আমরা প্রায় সব জায়গায় সামগ্রিক উষ্ণতা দেখছি। বিশেষ করে মহাসাগরগুলোতে। আমরা অনেক মাস ধরে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা এমনকি গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের বাইরেও রেকর্ড-ব্রেকিং দেখছি।

তিনি বলেন, আমরা অনুমান করছি যে এটি অব্যাহত থাকবে। কারণ আমরা বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলো দিয়েই যাচ্ছি।

সংবাদমাধ্যম বলছে, এই প্রভাবগুলোর জন্য শুধুমাত্র এল নিনোর আবহাওয়ার ধরণকে দায়ী করা যায় না। এতে এল নিনো একটি ছোট ভূমিকা পালন করছে।

আশঙ্কা করা হচ্ছে, ২০২৩ সাল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হবে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে শ্মিট বলেছেন, এই সুযোগ ৫০-৫০ রয়েছে। যদিও তিনি বলেছিলেন যে, অন্যান্য বিজ্ঞানীরা এটিকে ৮০ শতাংশের বেশি রেখেছেন।

তিনি বলেন, আমরা আশঙ্কা করছি যে ২০২৪ আরও উষ্ণ বছর হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!