আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় বিশ্ব বন্য প্রাণী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (৫ মার্চ) সকালে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
‘সকলের অংশগ্রহণ, বন্য প্রাণী হবে সংরক্ষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় স্টেশন কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শহিদুল ইসলাম হাওলাদার।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সুন্দরবন পূর্ব বন বিভাগের সহকারী বন সংরক্ষক শেখ মাহবুব হাসান, চাঁদপাই সিএমসি সভাপতি শেখ শফিকুল ইসলাম রাসেল, কোষাধ্যক্ষ মোঃ আল আমীন মোছাল্লী প্রমুখ।
বক্তারা বলেন, মানব সৃষ্ট প্রতিবন্ধকতার কারণে বন্য প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। একে রক্ষার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করা হচ্ছে। এর জন্য গাছপালা রক্ষা করতে হবে।