সুলতান শাহজান: ‘নিরাপদ মাছে ভরব দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে উৎপাদন বাড়ানোর অঙ্গীকার নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন।
আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি।
এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সাত দিনব্যাপী প্রচার প্রচারণা, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবী সাথে মতবিনিময়, মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় পর্যায়ের সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ ও প্রশিক্ষণসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার তুষার মজুমদার।