চন্দন চৌধুরী: শোরুমের টিনের চাল কেটে অভিনব কায়দায় রশি দিয়ে ঝুলে চুরি করে নিয়ে যাওয়া ৩৫টি মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১২টায় সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক তন্ময় মোহন্ত শোরুমের মালিক মোহাম্মদিয়া টেলিকমের সত্ত্বাধিকারী আশিকুর রহমানের কাছে মোবাইলগুলো হস্তান্তর করেন।
সূত্র মতে, গত ২১ জুন সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকার মোহাম্মদিয়া টেলিকমের টিনের চাল কেটে রশি দিয়ে ঝুলে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ৩৭টি মোবাইল চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। চুরি হওয়া মোবাইলের দাম প্রায় ১০ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির অভিযোগে গত ৭ জুলাই জয়পুরহাট জেলার পাচবিবি থানার ধরঞ্চি গ্রাম থেকে নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পরিত্যক্ত ঘর থেকে চুরি যাওয়া ৩৫টি মোবাইল উদ্ধার করে পুলিশ। বাকি দুটি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি।