মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে চুলার আগুনে পুড়লো শিক্ষকের বসতঘর

প্রতিবেদক
the editors
মার্চ ৭, ২০২৩ ১০:০৭ পূর্বাহ্ণ

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে চুলার আগুনে এক শিক্ষকের বসতবাড়ি পুড়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ওই শিক্ষকের।

সোমবার (৬ মার্চ) বিকালে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট হাঁসারচক গ্রামের শিক্ষক ভবেশ চন্দ্র আউলিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের খাবার রান্না করার সময় রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বসত ঘরের আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে ভবেশ চন্দ্র আউলিয়া বলেন, মুহূর্তের মধ্যে আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেছে। এতে আমার অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্যামনগর উপজেলা ভাইস পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ ও ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!