ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সংগঠন ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী যুব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুলাই) বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টারের কার্যালয়ে শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই প্রশিক্ষণের আয়োজন করে।
বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টারের সহকারী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজানের সভাপতিত্বে ও শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি এসএম হাবিবুল হাসানের সঞ্চালনায় এতে প্রশিক্ষণ দেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও সংগঠক তানজির কচি।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুবদের সংগঠন, সংগঠন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, নেতা, নেতৃত্ব প্রভৃতি বিষয়ে ধারণা দেওয়া হয়। এতে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়।