মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ওরিয়রস স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়নশিপের বালিকাদের শনিবারের খেলায় সাতক্ষীরা স্পোর্টস একাডেমিকে ২-১ গোলে পরাজিত করেছে চিংড়ি বাংলা ক্লাব।
শনিবার (২৯ জুলাই) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে চিংড়ি বাংলা ক্লাবের আইকন প্লেয়ার হিসেবে মাঠে নামেন সাফ জয়ী দলের গোল কিপার রুপনা চাকমা ও তুহরা। অপরদিকে সাতক্ষীরা স্পোর্টস একাডেমির আইকন প্লেয়ার হিসেবে মাঠে নামেন সাফ জয়ী দলের ডিফেন্ডার সাতক্ষীরার মেয়ে মাসুরা ও মার্জিয়া।
এই ম্যাচ শুরুর প্রথম দুই মিনিটেই স্টাইকার আলিয়ার দুর্দান্ত শটে গোল পায় সাতক্ষীরা স্পোর্টস একাডেমি। এরপর আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ১-০ গোলে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধ শুরুর ২ মিনিটেই ডিফেন্স থেকে দুর্দান্ত শট করে গোল করেন চিংড়ি বাংলার মিড ফিল্ডার তহুরা। এতে ব্যবধান কমে ১-১ হয়। খেলার শেষের দিকে সাতক্ষীরা স্পোর্টস একাডেমির খেলোয়াড় খাদিজা ডি-বক্সের ভিতর ফাউল করায় তাকে লাল কার্ড দেখান ফিফার এলিট রেফারি সালমা আক্তার। এরপরপরই চিংড়ি বাংলা ক্লাব আরেকটি গোলের দেখা পায়।
আর এর মধ্যদিয়েই সাতক্ষীরা স্পোর্টস একাডেমিকে ২-১ গোলে পরাজিত করে মাঠ ছাড়ে চিংড়ি বাংলা ক্লাব। #
২৯.৭.২০২৩