মঙ্গলবার , ১ আগস্ট ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মোংলায় মৎস্য পোনা অবমুক্ত

প্রতিবেদক
the editors
আগস্ট ১, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বরাদ্দকৃত অর্থে উপজেলার ৩০টিরও বেশী পুকুরে প্রায় ৮ মণ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১১টায় মোংলা উপজেলা পরিষদ চত্বরের পুকুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এর আগে উপমন্ত্রী হাবিবুন নাহার পৌর আ’লীগ কার্যালয়ে মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচি প্রণয়নে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় যোগদেন।

মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!