শনিবার , ৫ আগস্ট ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরার অভিযোগে ৫টি নৌকাসহ জেলে আটক

প্রতিবেদক
the editors
আগস্ট ৫, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ

সুলতান শাহজান: সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে পাঁচটি নৌকাসহ শহীদুল্লাহ গাজী (৩৫) নামে এক জেলেকে আটক করেছে বন বিভাগ। এসব ১০০০ কেজি কাঁকড়া, জাল ও ২০০টি আটন জব্দ করা হয়েছে।

শনিবার (০৫ আগস্ট) সকাল ৬টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশনের ফরেস্টার হাবিবুল ইসলামের নেতৃত্বে বুড়িগোয়ালিনী ও কদমতলা স্টেশনের কর্মকর্তারা সুন্দরবনের পশুর নদী, কুঞ্চিরখাল ও কলাগাছি এলাকায় এসব অভিযান চালান।

আটক শহীদুল্লাহ গাজী শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরার সময় ওই জেলেকে বিভিন্ন মালামালসহ আটক করা হয়েছে। জুন থেকে আগস্ট এই তিন মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ। আটক জেলেকে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, উদ্ধার হওয়া কাঁকড়াগুলো সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!