সুলতান শাহজান: ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই পতিপাদ্যে সাতক্ষীরার শ্যামনগরে সাড়ে ৩ হাজার ফলজ গাছের চারা বিতরণ করেছে আল-খিদমাহ ফাউন্ডেশন।
রবিবার (০৬ আগস্ট) উপজেলার নাসরুল উলুম সিদ্দিকীয়া মাদ্রাসায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মোখলেছুর রহমান, উপদেষ্টা মুফতি আব্দুল খালেক, উপদেষ্টা মুহাদ্দিস মোস্তফা কামাল, দপ্তর সচিব মুফতি ইব্রাহিম খলিল, সদস্য আজহারুল ইসলাম সাকি, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুর রহমান, শরুব ইউথ টিমের পরিচালক জান্নাতুন নাঈম, মানিকখালী যুব সংঘের সভাপতি জাহিদ আনোয়ার, হাবিবপুর যুব সংঘের সভাপতি ইমরান হোসাইন প্রমুখ।
সংগঠনের চেয়ারম্যান হাফেজ মোখলেছুর রহমান বলেন, প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় অন্তত একটি করে হলেও ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা উচিত।