বৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নারীর প্রতি মজুরি বৈষম্য বন্ধের দাবিতে কালিগঞ্জে মানববন্ধন

প্রতিবেদক
the editors
মার্চ ৯, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ

মাসুদ পারভেজ: নারীর প্রতি মজুরি বৈষম্য বন্ধের দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের আহবানে নারী নেতৃত্বাধীন সিএসওদের অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের (ফেজ-২) আওতায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

‘নারী ও পুরুষের মজুরি বৈষম্য নিরসন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা শাহ ইলিয়াস, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়াসহ শতাধিক নারী শ্রমিক।

মানববন্ধনে বিন্দুর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া বলেন, বাংলাদেশের শ্রম আইন ২০০৬, ৪২ নাম্বার আইনের ৩৪৫ ধারায় স্পষ্ট বলা হয়ে হয়েছে নারী-পুরুষ-প্রতিবন্ধী, সমান কাজে কোন মজুরি বৈষম্য করা যাবে না।
তিনি উদাহরণ দিয়ে আরো বলেন, সাতক্ষীরায় ধান মাড়াই, কাটা, ঝাড়া এর কাজে একজন পুরুষ পান ৩০০ টাকা এবং একই কাজে নারী শ্রমিক পান ২০০ টাকা। চিংড়ী ঘেরে, মাটির কাজে একই অবস্থা। রাস্তার কাজের ক্ষেত্রেও নারী বৈষম্যের শিকার হচ্ছেন।

মানববন্ধন শেষে নারী নেতৃত্বাধীন সিএসওদের অংশগ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!