রিজাউল করিম: গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ও কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়া ও বন্দী নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে বিএনপি।
শনিবার (১১ মার্চ) সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে জেলা বিএনপির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মামুন আহমেদ।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ এর দাম ১৪ গুণ বাড়িয়েছে। নিত্য পণ্য সাধারণ মানুষের নাগালে নেই।
এসময় তিনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বেগম খালেদা জিয়া ও বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
মানববন্ধনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।