বুধবার , ১৬ আগস্ট ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে

প্রতিবেদক
the editors
আগস্ট ১৬, ২০২৩ ১২:৪১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। চলতি সপ্তাহে এ ফল প্রকাশ করতে চেয়েছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে কিছু জটিলতার কারণে তা সম্ভব না হওয়ায় আগামী সপ্তাহে ফল প্রকাশের জোর প্রস্তুতি চলছে।

পিএসসির দুজন সদস্য নাম প্রকাশ না করে জানান, এ সপ্তাহেই প্রকাশের সব প্রস্তুতি ছিল। হঠাৎ কিছু জটিলতা দেখা দেয়। এজন্য আগামী সপ্তাহে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের যে কোনো দিন ৪৩তম লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ২০২২ সালের ২০ জানুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী। একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষা শুরু করে পিএসসি। ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ কর্মকর্তা নিয়োগের সুপারিশ করা হবে।

এরমধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্য ক্যাডারে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!