বুধবার , ১৬ আগস্ট ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নারী ফুটবলারদের বেতন বাড়িয়ে বাফুফের নতুন চুক্তি

প্রতিবেদক
the editors
আগস্ট ১৬, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: বেতন-ভাতাসহ আরও কিছু সুবিধাদি চেয়ে দাবি জানিয়ে আসছিলেন সাবিনা-সানজিদারা। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরও সেই সব দাবি পূরণ হচ্ছিল না তাদের।

অবশেষে এবার এসে বেতনের দাবি পূরণ করা হয়েছে।
আজ এক অনুষ্ঠানের মাধ্যমে নারী ফুটবলারদের সঙ্গে চুক্তির তথ্যাবলী প্রকাশ করে বাফুফে। নতুন এই চুক্তিতে ৩১ জন ফুটবলারের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। যেখানে ১৫ জন ৫০ হাজার, ১০ জন ৩০ হাজার, বাকি ছয় জন ১৫-২০ হাজারের মতো করে মাসিক বেতন পাবেন। বাফুফের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছেন তারা। যা ৬ মাস পর নবায়ন করা যাবে।

গত কয়েক মাস ধরেই আর্থিক ও অন্যান্য সুবিধা বৃদ্ধির দাবি করছিলেন সাবিনারা। তাদের কথা মেনে এবার বেতন দ্বিগুণের বেশি করেছে ফেডারেশন। দাবি উঠার সয় আর্থিক সীমাবদ্ধতায় সেই দাবি পূরণ না করতে পারলেও এইবার কিভাবে পেরেছে, সেই প্রশ্নের জবাবে বোর্ড সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আমাদের স্পন্সর ও ফিফা ফান্ড রয়েছে। সেখান থেকে এটা ম্যানেজ হবে। আমার সামর্থ্য থাকলে আরও বেশি দিতাম। ’

সাবিনাদের দাবির প্রায় সবই পূরণ করেছেন বলে জানান বাফুফে সভাপতি, ‘ঈদ বোনাসটা দিতে পারিনি। ফুটবল বিশ্বে ঈদ, ক্রিসমাস বোনাস নেই। এছাড়া বেতন বৃদ্ধি, ম্যাচ খেলাসহ অন্যান্য সবই করা হয়েছে। ’

সাবিনাদের প্রতি সালাউদ্দিনের প্রত্যাশা, ‘ওরা ভালো পারফরম্যান্স করুক। পারফরম্যান্স করে আরও পাঁচ গুণ দাবি করুক এটা আমি চাই। সেটা আমি না পারি, আরেকজন এসে দেবে। ’

ফেডারেশন দাবি মেনে নেওয়ায় সাবিনাদের মুখেও তৃপ্তির হাসি, ‘আমাদের আবদার পূরণ হওয়ায় খুশি। ’ চুক্তির পর নারী ফুটবলাররা আরও ভালো পারফরম্যান্স করবেন এটাই প্রত্যাশা মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের, ‘এখন থেকে মেয়েরা আরও ভালো ফুটবল খেলবে এই বিশ্বাস করি। ’

নারী ফুটবলাররা সম্প্রতি সাতক্ষীরায় লিগ খেলতে গিয়েছিলেন। তখন ফেডারেশনের সঙ্গে চুক্তি না থাকায় কঠোর লাইনে যাচ্ছে না ফেডারেশন। আগামীতে অবশ্য এ রকম ঘটনা ঘটলে কোড অফ কন্ডাক্ট ভঙ্গের আওতায় পড়বেন তারা।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রবীণ সাংবাদিক আব্দুল ওয়াজেদ কচির চিকিৎসার খোঁজখবর নিলেন এমপি আশু

সাজা স্থগিত হলেও মুক্তি পাচ্ছেন না ইমরান খান

দেবহাটা উপজেলা নির্বাচন: সরে দাঁড়ালেন মনিরুজ্জামান মনি

সাতক্ষীরায় অ-১৪ ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন

দেবহাটায় মাছ চুরির অভিযোগে আটক দুইজনকে পুলিশে সোপর্দ

শ্যামনগরে সরকারি সুবিধাবঞ্চিত দুস্থ ও অসহায় ভূমিহীনদের মানববন্ধন

শোক-শ্রদ্ধা-ভালোবাসায় প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এ কে হিরুর চির বিদায়

পাকিস্তানে ৯০০ ফুট উঁচুতে কেবল কারে আটকে পড়েছে ৬ শিশু

নকিপুর ক্রিকেট জায়ান্টস’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কালিগঞ্জে ট্রাক-পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আহত ২

error: Content is protected !!