শনিবার , ১১ মার্চ ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি প্রকাশ

প্রতিবেদক
the editors
মার্চ ১১, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখনো চলমান। এর মধ্যেই তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলতে রোববার সকালে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ইংলিশদের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার দিন তিনেক পর আগামী ১৮ মার্চ আইরিশদের মুখোমুখি হবে টিম টাইগার্স।

এদিকে, শনিবার আসন্ন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে বিসিবি।

আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ ওয়ানডে হবে আড়াইটায়। এরপর টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, যা শুরু হবে দুপুর দুইটায়।

এছাড়া আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। আইরিশদের তিন ফরম্যাটেই নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি। সিরিজ শুরুর আগে ১৫ মার্চ একটি ওয়ার্ম-আপ ম্যাচও খেলার কথা আছে আইরিশদের। যা মাঠে গড়াবে সকাল দশটা থেকে।

ওয়ানডে সিরিজ

তারিখ ম্যাচ সময় ভেন্যু
১৮ মার্চ প্রথম ওয়ানডে দুপুর ২টা সিলেট
২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে দুপুর ২টা সিলেট
২৩ মার্চ তৃতীয় ওয়ানডে দুপুর আড়াইটা সিলেট
টি-টোয়েন্টি সিরিজ

তারিখ ম্যাচ সময় ভেন্যু
২৭ মার্চ প্রথম টি-টোয়েন্টি দুপুর ২টা চট্টগ্রাম
২৯ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি দুপুর ২টা চট্টগ্রাম
৩১ মার্চ তৃতীয় টি-টোয়েন্টি দুপুর ২টা চট্টগ্রাম

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!