সোমবার , ২১ আগস্ট ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক
the editors
আগস্ট ২১, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাবেক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানিপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সুরত আলী গাজী (৭৬) ও একই এলাকার মোঃ আব্দুল আজিজ ওরফে আজিজ কমান্ডার (৮২)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, সোমবার এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতিমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শ্যামনগর থানা পুলিশের সহায়তায় তাদের দুইজনকে গ্রেপ্তার করেছে।

তিনি জানান, ২০০৯ সালের ২৬ আগস্ট ১১ জনের নাম উল্লেখ করে মানবতাবিরোধী অপরাধে মামলাটি করেছিলেন চন্দনা রাণী মণ্ডল।

মামলায় তিনি অভিযোগ করেন, ১৯৭১ সালের ৫ অক্টোবর তার বাবা, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথ মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী চুনা নদীর পাড়ে নৃশংসভাবে নির্যাতনের পর গুলি করে হত্যা করা হয়। এরপর তাকে ধরে নিয়ে বাবার মরদেহের ওপর শুইয়ে দেওয়া হয়েছিল।

বাবা শহীদ সুরেন্দ্রনাথ মণ্ডলের হত্যাকারীদের বিচারের জন্য ২০০৯ সালের ২৬ আগস্ট ১১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন তিনি। পরে মামলাটি আন্তুর্জাতিক অপরাধ দমন ট্রাইবুন্যাল গ্রহণ করে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!