রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

প্রতিবেদক
the editors
আগস্ট ২৭, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে একরকম উড়েই গিয়েছিল আফগানিস্তান। দ্বিতীয়টিতে হলো তুমুল প্রতিদ্বন্দ্বীতা ও নাটকীয়তা, এবারও জয়ী দল পাকিস্তান।

শেষ ম্যাচে হলো না কোনো লড়াই। সহজ জয়ে আফগানদের হোয়াইটওয়াশ করার স্বাদ পেলো পাকিস্তান।

শনিবার কলম্বোয় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আফগানদের ৫৯ রানে হারিয়েছে তারা। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৬৮ রানের সংগ্রহ পায় বাবর আজমের দল। জবাব দিতে নেমে ৮ বল আগে আফগানিস্তান অলআউট হয়ে যায় ২০৯ রানে।
টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনারের কেউই বড় সংগ্রহ গড়তে পারেননি। ফখর জামান ৩৩ বলে ২৭ ও ইমাম উল হক ৩০ বল খেলে করেন ১৩ রান। দলটির বড় সংগ্রহের ভিত গড়েন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দুজনেই করেন হাফ সেঞ্চুরি।

৮৬ বলে ৬০ রান করে রশিদ খানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান বাবর, ৭৯ বলে ৬৭ রান আসে রিজওয়ানের ব্যাট থেকে। এছাড়া পাকিস্তানের পক্ষে শেষদিকে ৩১ বলে ৩৮ রান করেন আগা সালমান।

জবাব দিতে নেমে আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটাররা কেউই তেমন বড় রান করতে পারেননি। ব্যাটিংয়ে দলের বড় দুই ভরসা রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান ফেরেন এক অঙ্কের ঘরে। ১৫ বলে ৫ রান করে আউট হন গুরবাজ ও ১১ বল খেলে রানের খাতা খোলার আগেই আউট হন ইবরাহিম জাদরান।

তবে উদ্বোধনী ব্যাটার রিয়াজ হোসেন ৬৬ বল খেলে ৩৪ রান ও হাশমাতুল্লাহ শহিদী ৬৫ বলে করেন ৩৭ রান। আফগানিস্তানের যেটকু সংগ্রহ, তার বড় কৃতিত্বটাই মুজিব উর রহমান। নয় নম্বরে ব্যাট করতে নেমে ৫ ছক্কা ও সমান চারে ৩৭ বলে ৬৪ রান করেন। সেটি জয়ের জন্য যথেষ্ট হয়নি একদমই। পাকিস্তানের পক্ষে শাদাব খান তিন, দুই উইকেট করে নেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!