সোমবার , ২৮ আগস্ট ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কলারোয়ায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
the editors
আগস্ট ২৮, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয় থেকে ৬৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা রবিবার (২৭ আগস্ট) রাতে কলারোয়া উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করেন। সোমবার (২৮ আগস্ট) দুপুরে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গালিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম কবিরুল ইসলাম (৩২)। তিনি কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, কলারোয় উপজেলা সদর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এরপর স্থানীয় লোকজনের সামনে তার কাছে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গালিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ফেন্সিডিলসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!