মাসুদ পারভেজ: ‘স্কাউট করবো ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী-২০২৩ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ মার্চ) রাতে সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ ও ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
তিনি বলেন, লর্ড ব্যাডেন পাওয়েল মানবতার সেবায় স্কাউটিংয়ের সূচনা করেন। স্কাউটিংয়ের কার্যক্রম সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। মানবতা ও সেবার ব্রত নিয়ে স্কাউটরা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অসহায় মানুষের আর্তনাদ লাঘব করতে হাত বাড়িয়ে ছুটে চলছে।
শিক্ষক ইসমাইল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আজহার আলী, স্কাউটস কমিশনার শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
ক্যাম্পুরীর কোর্স কো-অর্ডিনেটর ছিলেন উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু।