বুধবার , ১৫ মার্চ ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালিগঞ্জে ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী সম্পন্ন

প্রতিবেদক
the editors
মার্চ ১৫, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ

মাসুদ পারভেজ: ‘স্কাউট করবো ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী-২০২৩ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ মার্চ) রাতে সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ ও ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

তিনি বলেন, লর্ড ব্যাডেন পাওয়েল মানবতার সেবায় স্কাউটিংয়ের সূচনা করেন। স্কাউটিংয়ের কার্যক্রম সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। মানবতা ও সেবার ব্রত নিয়ে স্কাউটরা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অসহায় মানুষের আর্তনাদ লাঘব করতে হাত বাড়িয়ে ছুটে চলছে।

শিক্ষক ইসমাইল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আজহার আলী, স্কাউটস কমিশনার শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

ক্যাম্পুরীর কোর্স কো-অর্ডিনেটর ছিলেন উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!