বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নীলডুমুরে বিজিবির উদ্যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগর সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন সদরে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে

এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-১ এর সহকারী রাজস্ব কর্মকর্তা চৌধুরী গোলাম হাসনায়েন, বিজিবি ১৭ ব্যাটলিয়ন নীলডুমুরের সহকারী পরিচালক শাহ্ খালেদ ইমাম প্রমুখ।

এসময় ২০২০ সালের সেপ্টেম্বর হতে ২০২৩ সালের জুলাই পর্যন্ত জব্দকৃত বিভিন্ন প্রকার ২ হাজার ৭৪ বোতল মদ, ৯ হাজার ৬২১ বোতল ভারতীয় ফেনসিডিল, ৭২ হাজার ৪৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১ লাখ ৪ হাজার ১২ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট, ২ লিটার বাংলা মদ, ১ বোতল বিয়ার, ১০০ গ্রাম তামাক, ৬৫ হাজার ৭৬৯ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ১ কেজি ৮০০ গ্রাম ভারতীয় বিড়ির পাতা ও ৬ প্যাকেট ভারতীয় ব্লাক হুইসকি বুলডোজার দিয়ে পিষে এবং আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!