শুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশি আম্পায়ার

প্রতিবেদক
Shimul Sheikh
সেপ্টেম্বর ৮, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ২০ জনের এই তালিকায় একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে ঠাঁই করে নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তিনি।
ম্যাচ অফিসিয়ালদের মধ্যে আম্পায়ার হিসেবে আছেন ১৬ জন। যেখানে এলিট প্যানেল থেকে ১২ জন ও ইমার্জিং প্যানেল থেকে চারজনকে নেওয়া হয়েছে। সৈকত ইমার্জিং প্যানেলের সদস্য হিসেবে জায়গা করে নিয়েছেন। এখন পর্যন্ত ৮৫ ওয়ানডেতে দায়িত্ব পালন করেছেন এই আম্পায়ার। প্রথম বাংলাদেশি হিসেবে এবার বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও যুব বিশ্বকাপে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার। তবে ছেলেদের বিশ্বকাপে এবারই প্রথম।

শুধুমাত্র লিগপর্বের ম্যাচের জন্য অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি। সেমিফাইনাল ও ফাইনালের তালিকা পরে দেবে তারা।

বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালদের তালিকা

আম্পায়ার: ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, মারাইস এরাসমুস, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোরো, নিতিন মেনন, আহসান রাজা, পল রাইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন ও পল উইলসন।

রেফারি: জেফ ক্রো, অ্যান্ডি পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!