সোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

যশোর শহর যানজটমুক্ত করতে অভিযান: স্বল্প সময়ের সিদ্ধান্তে ভোগান্তি!

প্রতিবেদক
Shimul Sheikh
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর: যশোর শহরকে যনজট মুক্ত করতে ও পৌরবাসীর চলাচলের ভোগান্তি লাঘবে অবৈধ অটো রিকসা বন্ধে যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার যশোর পৌরসভা, জেলা প্রশাসন ও ট্রাফিক পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় শহরে ব্যাটারিচালিত অটো রিকসার মটর খুলে তা ধ্বংস করা হয়। অবৈধ ইজিবাইক জব্দ করাসহ রাস্তা দখল করে রাখা বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া ফুটপাত দখল করে বসা ভ্রাম্যমাণ দোকানগুলো উচ্ছেদ করা হয়।

গেল রোববার আইনশৃংখলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক যশোর শহরকে যানজট মুক্ত করতে অবৈধ মটর চালিত রিকসা, ইজিবাইক, ফুটপাত দখল করে রাখা বাস-ট্রাক ও ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে অল্প সময়ের নোটিশে নেওয়া এই সিদ্ধান্ত মানতে নারাজ অটো রিকসা চালকরা। পথচারীদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

শহরের জিরোপয়েন্ট এলাকার বাসিন্দা কামরুল নামের এক অটোরিকসা চালক বলেন, আমি জানতাম অভিযান হবে। রোগী নিয়ে এসেছিলাম। রোগী নামিয়ে দেওয়ার পর আমার রিকসার মটর খুলে নেওয়া হয়েছে।

খড়কি এলাকার অটোরিকসা চালক মিজানুর রহমান বলেন, গতকাল মাইকিং করেছে শুনেছি। কিন্তু হঠাৎ করেই এমন অভিযান হবে বুঝতে পারিনি। আমার অটোরিকসার মটর খুলে ভেঙে ফেলেছে। এখন আমি কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না।

নামপ্রকাশ অনিচ্ছুক এক অটোরিকসা চালক বলেন, যত আইন প্রয়োগ সব গরীবের উপর। যারা ফুটপাত দখল করে বড় বড় ভবন করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। রিকসা চালকরা এখন কি করে খাবে? মটর কিনতে তো অনেক দাম।

পথচারী শামছুর রহমান বলেন, শুধু অবৈধ অটোরিকসার বিরুদ্ধে ব্যবস্থা নিলে যানজটমুক্ত হবে না। ফুটপাতের অবৈধ দখলদারদেরও উচ্ছেদ করতে হবে। যত্রতত্র পার্কিং বন্ধ করতে হব। তা না করতে পারলে এমন অভিযানে কোনো সুফল আসবে না।

এ বিষয় যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন বলেন, রোববার জেলা আইনশৃংখলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক যশোর পৌরসভায় যানজট নিরসনের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশের ট্রাফিক বিভাগ ও পৌরসভার সমন্বয়ে অবৈধ অটোরিকসা, ইজিবাইক বন্ধে অভিযান চালানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!