মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

৫৫ কেজি সোনা চুরি, চার কর্মকর্তা বরখাস্ত

প্রতিবেদক
Shimul Sheikh
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউসের ভল্ট থেকে ৫৫ কেজি ৫০১ গ্রাম সোনা চুরির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা কাস্টম হাউস কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

গত ২ সেপ্টেম্বর ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে সোনা চুরির বিষয়টি টের পায় কর্তৃপক্ষ। তবে বিষয়টি প্রকাশ্যে আসে পরদিন রোববার। বিমানবন্দরের কাস্টম হাউসের নিজস্ব গুদামে দিনভর ইনভেন্টরি শেষে ৫৫ কেজি সোনা চুরি হওয়ার সত্যতা নিশ্চিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা হয়েছে অজ্ঞাতনামাদের আসামি করে। পুরো ঘটনা তদন্তের জন্য যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টম হাউস।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!