স্পোর্টস ডেস্ক | কসুন রাজিথার গুড লেংথ ডেলিভারিটি সোজা ব্যাটে হাওয়ায় তুলে দিলেন রোহিত শর্মা। যা আছড়ে পড়ল সীমানার বাইরে।
অসাধারণ এই শটে ছক্কা হাঁকিয়েই ওয়ানডেতে ১০ হাজারি ক্লাবে নাম লেখালেন ভারতীয় অধিনায়ক।
কলম্বোয় এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারত। এই ম্যাচের আগে ১০ হাজার রান থেকে কেবল ২২ রান দূরে ছিলেন রোহিত। লঙ্কানদের বিপক্ষে তা পেরিয়ে যান অনায়াসেই। ষষ্ঠ ভারতীয় ও ১৫তম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
দ্রুততম ১০ হাজার রানের রেকর্ডটি দখলে আছে রোহিতের সতীর্থ বিরাট কোহলির। এই ক্লাবে ঢুকতে ২০৫ ইনিংস খেলেন তিনি। অন্যদিকে রোহিতকে খেলতে হয়েছে ২৪১ ইনিংস। যা কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিং, জ্যাক ক্যালিসের থেকেও দ্রুততম।