বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ২০ শিক্ষার্থীর এ প্লাস লাভ

প্রতিবেদক
Shimul Sheikh
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ

সুলতান শাহজান: বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ৩৬০ ঘণ্টা (৬ মাস) মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সে অংশ নেওয়া শ্যামনগরের ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ২০ শিক্ষার্থী এ+ পেয়েছে।

একটি ব্যাচ থেকে ২০ শিক্ষার্থী এ প্লাস পাওয়ায় ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এম. এম. জাহিদ হাসান ও সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খাঁনসহ ভাব বাংলাদেশের কর্মকর্তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

কম্পিউটার প্রশিক্ষক এম এম আব্দুল্লাহ আল মামুন জানান, সুন্দর ও মনোরম পরিবেশে মাল্টিমিডিয়া ও ল্যাপটপের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে।

শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার আব্দুল আলিম জানান, ইতোপূর্বে বেশ কিছু শিক্ষার্থী অফিস এপ্লিকেশন কোর্স সম্পন্ন করেছেন। তাদের মধ্যে কয়েকজন ভালো চাকরি পেয়েছেন এবং কেউ কেউ ফ্রিল্যান্সিং করছেন। বর্তমানে কম্পিউটার অফিস এপ্লিকেশন এবং গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া দুইটি কোর্সে শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!