দেবহাটায় উন্নয়ন মেলা উদ্বোধন

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: দেবহাটায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ফিঁতা কেটে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

পরে তিনি উপজেলা মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ও মেলার স্টল পরিদর্শন করেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!