দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রফিকুল ইসলাম (৪২) নামের এক আ’লীগ কর্মী।
রোববার দুপুরে দেবহাটা থানায় হুমকি, গালিগালাজ ও মারপিটে উদ্যত হওয়াসহ লাঞ্ছিতের অভিযোগে থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন তিনি। রফিকুল ইসলাম উপজেলার মাঘরী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
লিখিত অভিযোগে রফিকুল ইসলাম বলেছেন, শনিবার দেবহাটা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের নেতৃত্বে তিনিসহ স্থানীয় নেতাকর্মীরা নলতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসভায় যোগ দেন। এতে ক্ষিপ্ত হন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা হাবিবুর রহমান সবুজ। জনসভা শেষে বিকাল সাড়ে ৫টার দিকে তিনি ঈদগাহ বাজারের সৈয়দ আলীর চায়ের দোকানে অবস্থান করছিলেন। এসময় ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ সেখানে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি ও মারপিট করতে উদ্যত হয়ে লাঞ্ছিত করেন। এনিয়ে রোববার তিনি হাবিবুর রহমান সবুজের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন বলেন, রফিকুল আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। সে ডা. আ.ফ.ম রুহুল হক এমপির তিনটি জাতীয় নির্বাচনে এবং একবার করে অ্যাডভোকেট স.ম গোলাম মোস্তফা, আব্দুল গনি ও মুজিবর রহমানের উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছে। এমনকি সে ইউপি নির্বাচনে আমার পক্ষে নৌকা প্রতীকের পোলিং এজেন্ট হিসেবেও কাজ করেছে। জনসম্মুখে তার সাথে ঘটে যাওয়া এমন দুর্ব্যবহার আমাদের কাম্য নয়। তাছাড়া কর্মীরাই দলের প্রাণ। কর্মীরা তাদের পছন্দের নেতার নেতৃত্বে দলীয় প্রোগ্রামে যোগ দেবে এটাতো স্বাভাবিক ব্যাপার। বিষয়টি আমরা আমাদের রাজনৈতিক অভিভাবক ডা. আ.ফ.ম রুহুল হক এমপিসহ উপজেলা আ’লীগের শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছি।
এঘটনার সত্যতা নিশ্চিতে ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এদিকে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।