পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মামলা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: চেক-স্ট্যাম্পের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে খুলনার পাইকগাছা উপজেলা ছাত্রলীগ সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তীসহ দু’জনের বিরুদ্ধে পাইকগাছা আদালতে মামলা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর উপজেলার হিতামপুরের মৃত শেখ আঃ আজিজের (দর্জি) ছেলে শেখ শাহ নেওয়াজ মামলাটি দায়ের করেন।

মামলার অপর বিবাদী হলেন পাইকগাছা পৌরসভার বাতিখালীর মৃত মুনছুর মোড়লের ছেলে মুমিনুর রহমান।

আদালত মামলাটি আমলে নিয়ে পাইকগাছা থানার ওসিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. বেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে জানা যায়, পৌর বাজারে আল-মদিনা মার্কেটে সদ্য প্রয়াত শেখ আঃ আজিজের মুক্তা ফ্যাশান ট্রেডার্স নামে একটি টেইলার্স ছিল। ব্যবসা পরিচালনার এক পর্যায়ে গত ৩ জুলাই তিনি অসুস্থ হয়ে পড়লে দোকান কর্মচারী মুমিনুর রহমানকে দোকানের দায়িত্ব দেন। এরই মধ্যে গত ১৩ আগস্ট আঃ আজিজ হঠাৎ মৃত্যুবরণ করেন। আঃ আজিজের মৃত্যুর পর তার ছেলে শাহনেওয়াজ জানতে পারেন টেইলার্সের ড্রয়ারে পিতার রক্ষিত স্যোসাল ইনভেস্টমেন্ট ব্যাংক পাইকগাছা শাখার সিডি ১৫৯৬৯৩৩ নম্বরের এক লক্ষ টাকার চেক ও নন জুডিসিয়াল স্ট্র্যাম্পসহ অন্যান্য কাগজ-পত্র আছে। এ চেক ও স্ট্যাম্প আঃ আজিজের কাছে রেখে এক লক্ষ টাকা ধার নিয়েছিল বাতিখালীর মৃত কওছার গাজীর ছেলে আঃ মজিদ (ফল ব্যবসায়ী)।

মামলায় আরো উল্লেখ করা হয়েছে, আঃ আজিজের মৃত্যুর পর ছেলেরা মুক্তা ফ্যাসানে গিয়ে ড্রয়ারে রক্ষিত চেক-স্ট্যাম্পের কথা বললে মুমিনুর জানায় কাজগগুলো এক জায়গায় রেখেছি পরে নিয়ে যাবেন। পরবর্তীতে ফল ব্যবসায়ী মজিদ অভিযোগ করেন গত ১৩ সেপ্টেম্বর মুমিনুর ও পার্থ প্রতিম চক্রবর্তী দু’জনে পাওনা টাকার কথা বলে বাদী শাহনেওয়াজের কাছে আড়াই লক্ষ টাকার দাবি করে। এ টাকা দিতে ব্যর্থ হলে তারা চেক-স্ট্যাম্প দিয়ে আদালতে মামলা করার হুমকি দেয়। এর প্রেক্ষিতে নিরুপায় হয়ে শাহনেওয়াজ বাদী হয়ে পার্থ প্রতিম চক্রবর্তী ও মুমিনুর রহমানের বিরুদ্ধে পাইকগাছা আদালতে এমআর মামলা করেন, যার নং-৯৩/২৩।

অভিযোগের বিষয় জানতে চাইলে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তী বলেন, মামলার বাদি ও আমার সাথে যাকে জড়ানো হয়েছে আমি তাদেরকে চিনি না। আর আমার বিরুদ্ধে এ অভিযোগ সঠিক না।

মামলার অপর বিবাদী মুমিনুর রহমান এ বিষয়ে কোন মন্তব্য করেন নি।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, মামলাটি তদন্ত পূর্বক চেক-স্ট্যাম্প উদ্ধার হলে প্রতিবেদনের সাথে তা আদালতে জমা দেওয়া হবে।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!