রবিবার , ১ অক্টোবর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

যশোরে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা ও ইঞ্জেক্টেবল স্যালাইন বিতরণ

প্রতিবেদক
the editors
অক্টোবর ১, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর: যশোরে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা পূর্বক ইঞ্জেক্টেবল স্যালাইন (সোডিয়াম ক্লোরাইড বি পি ০.৯%) বিতরণ করা হয়েছে।

রোববার সকালে আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে সিভিল সার্জন অফিসের হল রুমে এসব স্যালাইন বিতরণ করা হয়।

অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ নাজমুল সাদিক রাসেল, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. মোঃ আব্দুস সামাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন ও আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সোমা খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ডেঙ্গু মোকাবেলায় সচেতন হতে হবে। একমাত্র সচেতনতাই পারে ডেঙ্গুর প্রকোপ কমাতে। আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার মত সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে গরীব, সহায় মানুষদের অনেকাংশে উপকার হবে।

পরে ১০০ ব্যাগ ইঞ্জেক্টেবল স্যালাইন সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক মিতালী বালা।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!