সুলতান শাহজান: আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, দ্রুত পদোন্নতিসহ ৭ দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহাসিন কলেজ ইউনিটের সদস্যরা। ফলে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে কলেজটিতে।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আহবানে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (২ অক্টোবর) সকাল থেকেই কর্মবিরতি দিয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা কলেজর মূল ফটকে অবস্থান নেন।
এসময় তারা বলেন, শিক্ষা ক্যাডারের বিদ্যমান সমস্যা সমাধানের জন্য তাঁরা দীর্ঘদিন ধরে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করে আসছেন। কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। বর্তমান সরকার যখন স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট শিক্ষাব্যবস্থার কথা ভাবছে, ঠিক তখন দেশের সার্বিক শিক্ষাব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য সৃষ্ট শিক্ষা ক্যাডারকে উদ্দেশ্যেমূলকভাবে বঞ্চিত করে রাখা দেশের গোটা শিক্ষাব্যবস্থা ধ্বংস করার ষড়যন্ত্রেরই শামিল।
এসময় দ্রুত সমস্যার সমাধান না হলে আরও বড় ও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এছাড়া বিসিএস সাধারণ শিক্ষা সমিতির দাবিসমূহ না মানা হলে আগামীতে টানা তিনদিনের সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।