বুধবার , ২২ মার্চ ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন শেখ হাসিনা

প্রতিবেদক
the editors
মার্চ ২২, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ

সুলতান শাহাজান: সাতক্ষীরার শ্যামনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ মার্চ) ‘ক’ শ্রেণীভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে চতুর্থ পর্যায়ে বাড়ির দলিল ও চাবি হস্তান্তরকালে শ্যামনগর উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

এসময় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.এম আকবর কবীর প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, শ্যামনগর উপজেলার চতুর্থ পর্যায়ে অবশিষ্ট ৬৯ পরিবারের সদস্যদের হাতে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত বাসগৃহের দলিল ও চাবি হস্তান্তরসহ এ পর্যন্ত সর্বমোট ৪৮০টি অসহায় পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!