ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ দলের ইস্তেহারে উপকূলীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার আশ্বাস দিয়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ।
শনিবার (৭ অক্টোবর) সাতক্ষীরা শহরের কোরাইশী ফুড পার্কে বেসরকারি সংস্থা লিডার্স এর সহযোগিতায় সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম আয়োজিত ‘উপকূলের মানুষের ইশতেহার’ শীর্ষক সংলাপে রাজনৈতিক নেতারা এই আশ্বাস দেন।
সংলাপে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান সমাজের জন্য হুমকি স্বরূপ। এজন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে উপকূলীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করা আবশ্যক। এমতাবস্থায় উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় বিশেষ রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন।
সংলাপে বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের ইস্তেহারে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, নিরাপদ পানীয় জলের স্থায়ী ব্যবস্থাকরণ, একটি বাড়ি একটি শেল্টার তৈরি প্রকল্প গ্রহণ, দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা, উপকূলের রক্ষাকবচ সুন্দরবনের সুরক্ষা এবং স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুনঃনির্মাণ ও ভঙ্গুর সুইচ গেট মেরামত করার দাবি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
এসব দাবির প্রেক্ষিতে নিজ নিজ দলের ইস্তেহারে উপকূলীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার আশ্বাস দেন রাজনৈতিক নেতৃবৃন্দ।
জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আহ্বায়ক প্রফেসর আবদুল হামিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সংলাপে উত্থাপিত দাবি-দাওয়ার প্রেক্ষিতে নিজেদের অবস্থান তুলে ধরেন বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চত্রবর্তী, জেলা জাসদের সভাপতি ওবায়দুুুুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, জেলা সিপিবির সভাপতি আবুল হোসেন, বাসদের সমন্বয়কারী নিত্যানন্দ সরকার, গণফোরামের সভাপতি আলী নুর খান বাবুল, জেলা মহিলা দলের সম্পাদক ফরিদা আক্তার বিউটি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মুনসুর রহমান প্রমুখ।
এছাড়া দাবির সপক্ষে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, দৈনিক পত্রদূত সম্পাদক লাইলা পারভিন সেঁজুতি, মহিলা পরিষদ এর সম্পাদক জ্যোৎস্না দত্ত, অধ্যাপক ড. দিলারা বেগম, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, রামকৃষ্ণ চক্রবর্তী, উপকূলের ভুক্তভোগী রঞ্জন রপ্তান, পারুল আক্তার, হাবিবুল্লাহ গাজী প্রমুখ। #
৭.১০.২০২৩