সুলতান শাহজান: আন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণ ও পদোন্নতি সংক্রান্ত সমস্যা সমাধানসহ পাঁচ দফা দাবিতে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহাসিন কলেজে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আহবানে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে শিক্ষকরা।
বুধবার (১১ অক্টোবর) কেন্দ্র ঘোষিত টানা তিন দিনের কর্মবিরতি কর্মসূচির দ্বিতীয় দিনেও শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বর্জন করে কলেজের সামনে অংশ নেন।
শিক্ষকরা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে তারা ক্লাস, শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি, ফরম পূরণ, সব ধরনের পরীক্ষা, প্রশিক্ষণ, কর্মশালা এবং দাপ্তরিক কাজ থেকে বিরত থাকবেন।
এ প্রসঙ্গে শ্যামনগর সরকারি মহাসিন কলেজের শিক্ষক রাফসান জানি দ্য এডিটরসকে জানান, মঙ্গলবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করেছেন। দাবি আদায় না হলে কেন্দ্র ঘোষিত সব কর্মসূচিতে তারা অংশ নেবেন।