শনিবার , ১৪ অক্টোবর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ট্রলের শিকার হয়ে পোস্টই মুছে দিলেন শোয়েব

প্রতিবেদক
the editors
অক্টোবর ১৪, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রোমাঞ্চের বারুদে ঠাসা এক দ্বৈরথ। সেই ম্যাচ ঘিরে চলে সাবেক-বর্তমান ক্রিকেটারদের মধ্যেও নানা আলোচনা। এবার সেই ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে হাস্যরসের পাত্র হয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার। বিশেষ করে তিনি ভারতের সমর্থকদেরই ট্রলের শিকার হয়েছেন।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শনিবার হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। সেই ম্যাচের আগে শোয়েবের ভেরিফায়েড ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে নিজের খেলোয়াড়ি জীবনের একটি ছবি পোস্ট করেন।

তবে বিপত্তি বাঁধে সেই ছবির ক্যাপশ নিয়ে। লেখেন, ‘আগামীকাল (আজ) ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে।’ এরপরই পরই শুরু হয় ভারতীয় সমর্থকদের হাস্যরস। আসতে থাকে নানা রকম কমেন্ট। কারণ, বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিপক্ষে কখনই জয় পায়নি পাকিস্তান।

সাত ম্যাচের সাক্ষাতের মধ্যে সবকটিতেই হার নিয়ে মাঠ ছেড়েছে ১৯৯২ সালের চ্যাম্পিয়ন দলটি। ক্রিকেটপ্রেমীদের হাস্যরসের কারণে অবশ্য শেষ পর্যন্ত সেই পোস্টটি মুছে ফেলতে বাধ্য হন ৪৮ বর্ষী শোয়েব।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!