ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই হাজার পাঁচশ শিক্ষার্থীর মাঝে আমের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ অক্টোবর) হাসিমুখ সেঞ্চুরির উদ্যোগে এসব গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং হাসিমুখ সেঞ্চুরির পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সাংবাদিক ইয়ারব হোসেন প্রমুখ।
এসময় আমের চারা পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।