বৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দুই তামিম আর সৌম্যের কাকতালীয় ‘৫১’

প্রতিবেদক
the editors
অক্টোবর ১৯, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: যেখানে তামিম ইকবাল আর তানজিদ তামিম এক! দুজনারই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি বিশ্বকাপে এবং সেটা ভারতের বিপক্ষে। আরও কাকতালীয় ব্যাপার, দুজনারই স্কোর ৫১।

পার্থক্য একটাই। তামিম ইকবাল বিশ্বকাপ অভিষেকেই পঞ্চাশের ঘরে পৌঁছে গিয়েছিলেন এবং প্রতিপক্ষ ছিল ভারত। দিনটি ছিল ২০০৭ সালের ১৭ মার্চ ওয়েস্ট ইন্ডিজের পোর্ট অব স্পেনে। তামিম খেলেছিলেন ৫৩ বল। সেটা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ম্যাচ।

আর ঠিক ১৬ বছর পর জুনিয়র তামিম বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাফসেঞ্চুরি উপহার দিয়ে আউট হলেন ৫১ রানেই। পরিসংখ্যান জানাচ্ছে, তানজিদ তামিম তার ওয়ানডে ক্যারিয়ারের নবম ম্যাচ আর অষ্টম ইনিংসে এসে প্রথম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন।

এর আগে গত মাসে শ্রীলঙ্কায় এশিয়া কাপে শ্রীলঙ্কার সাথে ওয়ানডে অভিষেক হয়েছে তানজিদ তামিমের। ০ রানে ক্যারিয়ার শুরু করা তানজিদ তামিম বিশ্বকাপ খেলতে আসেন ৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে। এবার বিশ্বকাপে আগের ৩ খেলায় তার সংগ্রহ ছিল ৫, ১ আর ১৬। এবার পেলেন ফিফটি।

আরও একটি কাকতালীয় ঘটনা আছে। বাংলাদেশের আরেক বাঁহাতি ওপেনার সৌম্য সরকারেরও ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি বিশ্বকাপে। অবশ্য ভারতের বিপক্ষে নয়। ২০১৫ সালে প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে অর্ধশতক উপহার দেন বাঁহাতি সৌম্য সরকার।

অতি কাকতালীয় ব্যাপার হলো, সৌম্যর সংগ্রহও ছিল ঠিক ৫১। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ বলে ৫১ রান করে কিউই বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির বলে আউট হয়েছিলেন সৌম্য।

জিম্বাবুয়ের সাথে একটি মাত্র ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে গিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে প্রথম অর্ধশতক হাঁকান সৌম্য।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!