শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কাকরাইলে পুলিশ-বিএনপি সংঘর্ষ

প্রতিবেদক
the editors
অক্টোবর ২৮, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর কাকরাইল মোড়।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে সংঘর্ষের ঘটনায় কাকরাইলে হেয়ার রোডে পুলিশ বক্সেও আগুন দেওয়া হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছেন। কাকাইলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

সরকার পতনের ‘এক দফা’ দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে বিএনপি।

বিএনপি নেতাকর্মীরা পুলিশকে টার্গেট করে ইটপাটকেল নিক্ষেপ করছে। এদিকে পুলিশ টিয়ারশেল ছু্ঁড়তে ছুঁড়তে রাজমনি মোড়ের দিকে এগুচ্ছে।

নয়াপল্টন ও কাকরাইল ঘুরে দেখা যায়, ফকিরাপুল মোড়, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড়সহ প্রায় প্রতিটি মোড়ে পুলিশের বিভিন্ন সংস্থার কয়েকশ’ সদস্য দায়িত্ব পালন করছেন। ফকিরাপুল মোড়ে একটি জলকামান ও একটি সাঁজোয়া যানও (রায়ট কার) রয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!