সাপ্তাহিক সূর্যের আলো’র সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর স্ত্রী, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ও যশোরের অধুনালুপ্ত সাপ্তাহিক ঝড় পত্রিকার সম্পাদক শাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরা।
তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদন জানিয়ে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, দ্য এডিটরস সম্পাদক ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার আবদুল ওয়াজেদ কচি, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের সদস্য সচিব শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক আবুল কাসেম, সদস্য সচিব আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়কারী আহসানুর রহমান রাজীব প্রমুখ।
প্রসঙ্গত, শাহানারা বেগম রোববার রাত ৮টা ১৫ মিনিটে যশোর সার্কিট হাউজ পাড়া এলাকার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রেসবিজ্ঞপ্তি