তালা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গণতন্ত্র দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১০ নভেম্বর) তালা ডাকবাংলো চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির এস এম নজরুল ইসলাম।
তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম।
উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নাতুল্লাহ মোড়ল, তালা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর কাউযুম ইসলাম ডাবলু, আমিরুল ইসলাম আলম, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, বি এম বাবলুর রহমান, মো: আজিজুর রহমান, এনজিও বিষয়ক সম্পাদক ও মানব উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক নিগার সুলতানা নিপা, তালা উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি (ভারপ্রাপ্ত) এস এম তকিম উদ্দীন, তালা সদর ইউনিয়ন যুব সংহতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: ইউনুচ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনার বিকল্প নেই।
এজন্য তারা দ্বাদশ সংসদ নির্বাচনে সৈয়দ দিদার বখত ও উপজেলা নির্বাচনে এস এম নজরুল ইসলামকে বিজয়ী করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি