রবিবার , ১২ নভেম্বর ২০২৩ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

এক ম্যাচে চার রেকর্ড রোহিতের

প্রতিবেদক
the editors
নভেম্বর ১২, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে তার পরিচয় ‘হিটম্যান’ নামে। তিনি মাঠে নামবেন কিন্তু নতুন কোনো রেকর্ড করবেন না, এটি যেন তার নামের সাথে বড্ডই বেমানান। তিনি হলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

রোববার (১২ নভেম্বর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে নেমেও রোহিত খেলেছেন ৬১ রানের দুর্দান্ত ইনিংস। সাথে গড়েছেন বড় তিনটি রেকর্ড।

টানা দুই বিশ্বকাপের আসরে প্রথম কোনো ব্যাটার হিসেবে পাঁচ শতাধিক রান সংগ্রহের কীর্তি গড়েছেন রোহিত শর্মা। ২০১৯ বিশ্বকাপে ভারতীয় ওপেনার রান করেছিলেন ৬৪৮।

আজ ডাচদের বিপক্ষে ৬১ রানের সুবাদে চলতি বিশ্বকাপে পাঁচশ রানের মাইলফলক অতিক্রম করেছেন রোহিত। এবারের আসরে এখন পর্যন্ত রোহিত মোট ৫০৩ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।

এর আগে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার দুটি বিশ্বকাপে (১৯৯৬ ও ২০০৩) পাঁচ শতাধিক রান করেছিলেন।

নেদারল্যান্ডসের বিপক্ষে রোহিতের দ্বিতীয় রেকর্ডটি হলো- প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে পাঁচ শতাধিক রান করেছেন তিনি। এর আগে অধিনায়ক হিসেবে ২০০৩ সালের বিশ্বকাপে সর্বোচ্চ ৪৬৫ রান করেছিলেন সৌরভ গাঙ্গুলি। এরপর ২০১৯ সালে বিরাট কোহলি করেন ৪৪৩ রান।

এছাড়া এক বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটিও নিজের নামে লিখিয়ে নিয়েছেন রোহিত। চলতি বছর মোট ৫৯টি ছক্কা হাঁকিয়েছেন এই ডানহাতি ওপেনার। ডাচ বোলার কলিন অ্যাকারম্যানকে ৯২ মিটারের বিশাল ছক্কা হাঁকিয়ে ভেঙে দিয়েছেন এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড।

২০১৫ সালে ‘৩৬০ ডিগ্রি’ খ্যাত প্রোটিয়া ব্যাটার ভিলিয়ার্স হাঁকিয়েছিলেন ৫৮টি ছক্কা। এরপর ২০১৯ সালে ৫৬টি ছক্কা হাঁকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইল।

একইসাথে বিশ্বকাপের এক আসরে দলীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটিও এখন রোহিত শর্মার। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান হাঁকিয়েছিলেন ২২টি ছক্কা। তাকে পেছনে ফেলে আজ ২৩তম ছক্কা হাঁকিয়ে ফেলেছেন রোহিত শর্মা।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!